সময় পেলেই শহরের বুক চিরে হাঁটতে থাকি
এই দোকান বাজার জনপদ পেরিয়ে শহরের
গলিপথ,রাজপথ,খানা খন্দ, নদী জলাশয়
সর্বত্র আমার বুক চিতিয়ে অবাধ বিচরণ….।
পূর্ণিমা চাঁদ ছুঁতে চেয়ে চলকে উঠা আমার হৃদয়
জোছনা চাদর মুড়িয়ে সুখানুভূতির স্পর্শে
পথ খুঁজে চলে নিঃসঙ্গ মুহূর্ত দের সঙ্গী হয়ে..।
এক বুক হাহাকার টোকা মেরে জানতে চায়
বহুপথ বহু কাল পার করে আসা আমির পরিচয়!
প্রশ্ন করে আমার অস্থিরতার ঘনত্ব ,আবেগের পুঙ্খানুপুঙ্খ উত্তরণ অবতরণ।
তবু ভ্রুক্ষেপ হীন পথে চলে, হাতড়ে বেড়াই নিজের প্রতিবিম্ব,
এক ছুটে দৌড়ে যাই বৃষ্টির অথৈ জলে জমা উঠানের কোণে,
ওই যেন আমি এখনো কাগজ কেটে নৌকা ভাসানোর জন্য বুঁদ হয়ে তোমার অপেক্ষায়…!
ইতিহাস একমনে লিখছে হায়রোগ্লাফিক লিপি,
আগামীর বুকে আছড়ে পড়া শুন্যতা কাটানোর দাওয়াই আবিষ্কারে মগ্ন আয়ুর্বেদ বিজ্ঞানীদের আপ্রান প্রচেষ্টা কে পাশ কাটিয়ে
যখন খুশি মর্জি মতো বেরিয়ে পড়া এ আমার একান্ত আপন নেশাতুর হৃদয়ের ভেষজ প্রলেপ।