আমাদের একটি গ্রাম আছে
তার সুন্দর একটি নাম আছে
গ্রামের নামটি হলো রবীন্দ্র নগর
এই গ্রামের নামের রচয়িতা গুনছে শুধু অর্থ মোহর
এই গ্রামে অগণিত মানুষ আছে
তার সাথে ভিন্নভিন্ন ধরনের ফানুস আছে
ফানুষেরই মত এখানকার মানুষের শক্তি আছে
প্রাণঢালা ধর্ম ব্যবসা ও শ্রদ্ধা ভক্তি আছে,
ব্যবসায়ীদের কথামত চলতে না পারলে
সাধারণ মানুষের কপালে অশ্রবনযোগ্য কটূক্তি আছে।
এই গ্রামে ঝোপেঝাড়ে;গাছে;আশেপাশে অসংখ্য প্রাণপ্রিয় দাদা আছে
গুণে ভরা দাদাদের নিবিড় দোয়ায় ও দয়ায় প্রতি—-
পুজোয় মোটা মোটা চাঁদা আছে
এখানে ক্ষমতাভোগীদের অফুরন্ত তেল আছে, এখানে আঁতেল আছে;
মাতাল আছে; দাঁতাল আছে; চাতাল আছে—-
এখানে দালাল আছে; হালাল আছে; নেমকহারাম আছে,
আমাদের গ্রামে উৎসব আছে;মহোৎসব আছে আরাধনা আছে;সাধনা আছে;প্রার্থনা আছে
কি করে নোটের বস্তা হাতাবো এরও ব্যবস্থা আছে।
এত বললাম অল্প;
আছে আরো প্রকল্প;
এই গ্রামের অনেক নকড়া আছে
এই গ্রামে জনেজনে প্রতি জনে ঝগড়া আছে;
এই গ্রামে উন্নয়নের অনেক অনেক স্বপ্ন আছে,
গোটা গোটা;মোটা মোটা সম্পত্তি গিলে নিতে কেউ কেউ রপ্ত আছে।
এভাবেই ধন্য, জঘন্য রবিঠাকুরের নামাঙ্কিত এই গ্রাম
রবি ঠাকুরের নামের বদলে ………..
গ্রামের নাম হওয়া উচিৎ ছিল এই নাম রচয়িতা ব্যক্তিরই নাম।
কে রেখেছিল এই গ্রামের নাম?
কে আর রাখবে?
রেখেছে ঐ পূণ্যবান মূর্তি সমান সেই বুড়ো ভাম।
আর বেশি কিছু নাইবা বললাম
আমি এই গাঁয়ের মুখ্য সুখ্য মানুষ বাবু
রবীন্দ্র নাথ ঠাকুরের নামে আমাদেরই গ্রামের নাম।
আর কিছু আমাদের থাকুক বা নাই থাকুক…..
গ্রামের নামটা আমাদের বড়ই জব্বর
আমাদের গ্রামের নাম রবীন্দ্র ন.গ.র।