আমাকে ঐ আকাশের সন্ধান দিতে পারো,
যে আকাশে মেঘ নেই।
কত খুঁজেছি , পাইনি!
যখনই আমার আকাশের দিকে তাকাই
শুধু মেঘ মেঘ আর মেঘ দেখি।
একবারও কি এই মেঘের চাদর সরে গিয়ে
ঝলমলে , সূর্যালোকিত আকাশ দেখা দেবে না !
অপেক্ষা , শুধু নিরন্তর অপেক্ষা!
হয়তো একদিন এই মেঘ সরে যাবে,
কই, না তো, মেঘ নিজের অবস্থানে ঠিক একইভাবে রয়েছে।
জানি না কোন্ আশঙ্কায় বৃষ্টি হয়েও ঝরতে পারছে না।
কতবার দেখেছি, আকাশে মেঘ করলে বৃষ্টি হয়ে ঝরে পরতে।
আর তারপরে ঐ আকাশ সূর্যের আলোয় ঝিলমিল করে ওঠে।
যেন তৃষ্ণার্ত পৃথিবীকে তৃপ্ত করতেই মেঘের আগমন ঘটেছিল ।
আমার আকাশে তো বৃষ্টি হয় না !
তৃষ্ণার্তই থেকে যায় পৃথিবী,
তাই হয়তো সূর্য আমার আকাশকে আলোকিত করতে চায় না।
পারবে , আমাকে ঐ আকাশের সন্ধান দিতে
যেখানে এতটুকুও মেঘ নেই !