একটা আমলকি দুপুরে বসে
জাল ফেলি অতীতে
উঠে আসে বহুরূপী সুর
এর পথ আগুন থেকে বরফ পযর্ন্ত
অথবা তার উল্টোটা
ফিরে এসে
সাদা পাতায় জন্ম দিই
তীক্ষ্ণ দাঁত আর নখের
উৎসবের আড়ালের
মায়াবী মুখোশ টুকরো করব বলে
একটা আমলকি দুপুরে বসে
জাল ফেলি অতীতে
উঠে আসে বহুরূপী সুর
এর পথ আগুন থেকে বরফ পযর্ন্ত
অথবা তার উল্টোটা
ফিরে এসে
সাদা পাতায় জন্ম দিই
তীক্ষ্ণ দাঁত আর নখের
উৎসবের আড়ালের
মায়াবী মুখোশ টুকরো করব বলে