আবার সবুজ হবে – আবার হবে মলিন;
তুমি আর আমি মিলে আমরা হবো যেদিন!
আমরা হবো যেদিন – বিশুদ্ধ নীল-আকাশ;
মেঘেরা সাজবে এসে শুভ্র বাগানবিলাস।
আবার ফিরবে পাখি হাজার বিকেল পরে;
প্রেমিকের প্রার্থনা বিফলে যাবেনা ঝরে।
আবার রাত্রি হবে বকুলের দুর দেশে –
তোমার বেণী খুলে ঘ্রাণ নেবে ভালোবেসে,
ঘুচে যাবে অবসাদ, ক্লান্তি-জরার ঋণ;
তুমি আর আমি মিলে আমরা হবো যেদিন!
আমরা হবো যেদিন – শিশির হবে নূতন;
থেমে যাবে কোলাহল – প্রশান্তির আবরণ।
আবার নম্র হবে হিংস্র-বিভীষিকা;
প্রাচীন পূর্ণ চাঁদ – চরণে অট্টালিকা!
আবার উঠবে লতা জোছনার আলো বেয়ে,
খানিক জিরিয়ে নেবে তোমার পরশ পেয়ে।
সারা গায়ে মায়া মেখে ঘুমের বাঁ-পাশে শুয়ে
জীবনের দাগগুলো তোমার ছায়াতে ধুয়ে
আবার স্নিগ্ধ হবে – আবার হবে বিলীন!
তুমি আর আমি মিলে আমরা হবো যেদিন!
