ছেলে মেয়ের খারাপ কিছু ,
সব যেনো মায়ের দোষ !
অবাক লাগে ভাবনা দেখে ,
নারীদের প্রতি এত্তো রোষ !
রাস্তা ঘাটে ইভটিজিং ,
টার্গেট সেই নারী !
সোনার টুকরো ছেলে সব,
দোষ কি দিতে পারি !
পুরুষ মানুষ একটু আধটু ,
হতেই পারে বাঁকা ,
তাবলে মেয়ে ! খবরদার ,
পোষাক হয় যেনো ঢাকা।
এই পুরুষই বিধেন দেয় ,
সমাজ ,রীতি নীতি ,
রক্ত চক্ষুর শাসনে নয় তো
রসাতল সংস্কৃতি ?
আমরা পুরুষই স্বপ্ন দেখি
আশায় বাঁধি বুক ,
নারী পুরুষ সমান সমান ,
আর দম্ভে বলি “চুপ “!