আমরা নেহাত্ গরীব আমরা নেহাত্ ছোট ;
তবু আজি সাত কোটি ভাই জেগে ওঠো ||
জুড়ে দে ঘরের তাঁত সাজা দোকান ;
বিদেশে না যায় ভাই গোলারি ধান ;
আমরা মোটা খাব, ভাই রে প’রবো মোটা ;
মাখবো না ল্যাভেন্ডার, চাই নে ‘অটো’ ||
নিয়ে যায় মায়ের দুধ পরে দুয়ে’
আমরা, রব কি উপোসী ঘরে শুয়ে ?
হারাস্ নে ভাই রে, আর এমন সুদিন
মায়ের পায়ের কাছে এসে জোটো ||
ঘরের দিয়ে আমরা পরের মেঙে ;
কিন্ বো না ঠুন্ কো কাঁচ, যায় যে ভেঙে ;
থাকলে, গরীব হয়ে, ভাই রে, গরীব চালে,
তাতে হ’বে নাকো মান খাটো ||