কত সহজে একজন মানুষকে অপরাধী বানিয়ে ফেলি,
নানারকম বাক্যবাণে তার জীবন অতিষ্ট করে তুলি।
একবারও তার জায়গায় নিজেকে বসিয়ে দেখি না !
যদিও যোগ্যতা লাগে, নিজেকে সেই মানুষটার মত করে ভাবতে ।
আমাদের মধ্যে যে কুৎসিত রূপটা যা আয়নায় প্রতিফলিত হয় না,
সেই কুৎসিত রূপটাই তার মধ্যে দেখতে ভীষণ পছন্দ করি।
তাই কুৎসার চরম সীমায় পৌঁছে গিয়েও আমরা ক্ষান্ত হইনা।
নিজেদের নগ্নতা ঢাকার বস্ত্র খন্ডটা যে কখন শরীর থেকে খসে পড়ে গেছে সেদিকে আমাদের দৃষ্টি নেই।
কারণ আমরা অন্যের নগ্নতা দেখতে ব্যস্ত।
আর ঈশ্বর অলক্ষ্যে হেসে চলেছেন আমাদের নগ্নতা দেখে।