না জানি এ কোন আবেশে,
মিঠে রোদের খেলা শেষে,
মেঘের ভেলায় নতুন বেশে,
যাই না ভেসে হেসে হেসে!
তুমি যেন খোলা হাওয়া,
বদ্ধ প্রাণের নতুন চাওয়া,
আকাশ পারের নীল যমুনায়,
হঠাৎ করে মুক্ত ধারায়,
ছলকে পড়া অবাধ খুশি,
চলোনা ঐ জোছনায় একটু বসি!
হৃদয় বীণার সুরের তানে,
শেষ না হওয়া মধুর গানে,
সব ক্লান্তি বুঝি হলো শেষ,
থাক না মিশে এ প্রাণের আবেশ।