কিছু একটা করতে হবে, কিছু একটা হতে হবে জীবনে
কবিতার ভার হঠাৎ করে হালকা হয়ে গ্যাছে, হালকা হয়ে গেছে পরিচয়ের ভার। চেনা হয়ে গ্যাছে কলকাতা, নন্দন
আসলেই এসব হয় বুঝি?
জাতীয় স্তরের অনুষ্ঠানে একলা থেকে একশো জন
চার লাইন লেখার থেকে নতুন বইয়ের স্বপ্ন, এত সহজে কিভাবে হতে পারে! না না, হয়না
কেউ একটা পিছন থেকে জড়িয়ে রেখেছে
সুবোধদা কে কাছ থেকে চিনি, যাপন করি ভাস্কর চক্রবর্তী, শোবার ঘরে সাজানো পিনাকী ঠাকুর। এত সহজে-তো দৌড়ে বেড়ানো যায়না!
কেউ একটা, কেউ একটা প্রতিনিয়ত পথ দেখিয়ে চলেছে
বলে চলেছে কিছু একটা করতে হবে, কিছু একটা হতে হবে জীবনে
কবি হোক, কো-অর্ডিনেটর হোক, কিংবা জন্মদিনের মত স্বচ্ছ, মানুষ; হতেই হবে।
আমি বুঝিনা অত, বুঝিনা মানুষের সংজ্ঞা, কবিত্বের আস্ফালন
শুধু জানি, কিছু একটা হতে হবে। হতেই হবে। কিরকম?
আবিরদার মত..