তোর সাথে আবার যদি দেখা হয়, সেদিন নীল মেঘে ফোঁটায় ফোঁটায় অঝোর ধারে বৃষ্টি নামবে।
আকুল করা সোঁদামাটির গন্ধে আলুথালু পাগলা মেঘ জড়িয়ে নেবে আমায়!
তোর সাথে আবার দেখা হলে বুকের মধ্যিখানে,
ভিতরে বাইরে তুমুল ঝড় বইবে। নরম মনের মতো
ভেজা বাতাসে গাছের পাতা কাঁপবে ঝিরিঝিরি।
তোর সাথে আবার দেখা হলে চঞ্চল ঝরনার জলে জলতরঙ্গ বাজবে, জলকণার কল কল শব্দ সুরে!
তোর সাথে আবার যদি দেখা হয়
আমার সব কথা, সব ব্যথা, সকল ভাবনারা
কুঁড়ি থেকে পাপড়ি মেলে ফুল হয়ে ফুটবে!
সত্যিই যদি তোর সাথে আবার আমার দেখা হয়, সেই আশায় আমি রোজ প্রতীক্ষার প্রহর গুনি। ঝরতে থাকা হলুদ পাতাদল তুলে আনি!
ধর আজ থেকে বহু বছর পরে যদি দেখা হয়,
সেদিন নখের আঁচড় দিয়ে লিখে দিস তোর নাম,
তোর মনের না বলা কথা,তোর যত ব্যথা আর ভালোবাসার কথা!
যতনে আগলে রাখবো আমার মনের ঘরে।
কেউ দেখলে বলবে, দেখো চেয়ে, হলুদ পাতায় কী সব হিজিবিজি কাটা!
তুই আমি ছাড়া কেউ তো বুঝবে না, এ কোন আজনবী হরফে লেখা!