এসো, আর একবার হাতেখড়ি হয়ে যাক ফের,
জীবনের আছেইবা আর কত ?
হেলা ফেলায় কেটেছে অনেক দিন, নষ্ট হয়েছে ঢের
অমনোযোগী ছাত্রের মতো—
তখন ছিলনা কোন দখিন বাতাস, ছিল শুধু খরতাপ
শ্বাস টেনে চলা কোন মতে
প্রাণপণ সংগ্রাম, চড়াই উৎরাই আর ধাপের পর ধাপ
বেয়ে চলা তোমাতে আমাতে।
কতোদিন কতো সাধ বুক চাপা অন্ধ আবেগ যত
চোখ বুজে পার হয়ে গেছি
ডেকেছে গানের পাখি অব্যক্ত সেতারের টঙ্কারের মতো
সব কিছু আমার ভেবেছি।
ফুল বল, ফল বল,বুকের মাঝে জমানো যতো কষ্টের নদী
পার হয়ে গেছি তুমি আমি।
নষ্ট হয়েছে কতো দিনরাত, আবার একবার ফিরে পাই যদি-
ঝেড়ে ফেলে সব মাতলামি
দেখে নেবো কতো ধানে কতো চাল, জীবনের খাতায় আঁক কষে
যতো সব শুভঙ্করের ফাঁকি,
এইবার সব দেনা শোধ দেবো, যদি তুমি থাকো পাশে পাশে।
আছেই বা আর কতো দিন বাকি !