কখনও জীবনের একান্ত মুখোমুখি এলে
অদ্ভুত স্বপ্নে জেগে ওঠা স্পর্শকাতর মুহূর্তগুলো
ধ্রুপদী স্মৃতির ভেতর অসম্ভব ভিড় করে আসে
জন্ম ও মৃত্যুর মাঝখানে ক্ষণিক সময়ের এই যে
নশ্বর জীবন ,জীবনের হাসি কান্না যাপন
জীবনকে ঘিরে এতো যে গল্প ও গান
ফিরে তাকালে মনে হয় যেন এক অপার বিস্ময়
কখনও কি মনে হয় এই মনুষ্য জীবন
আসলে কয়েক সহস্র পূর্বজনমের ফসল
আমরা কি ভেবেছি কখনও কেন যে
এই বেঁচে থাকার মধ্যেই নিজেকে নিজের ভেতর
খুঁজে পেতে ক্রমাগত ছুটে যাওয়া
প্রকৃতিপ্রত্যয় নিয়ে ক্রমাগত পেরিয়ে যাওয়া
অগণিত আলোকবর্ষ দূর পথ—
স্বভাবত যাকে সবাই ভবিষ্যৎ ও পরম্পরা ভাবে
এই জন্ম ও জীবন এখনও ভবিষ্যৎ বিশ্বাসী
এবং এখনও ভবিষ্যৎ সন্ধানী
আর আত্মা ? সে তো এখনও মৃত্যুঞ্জয়
জীবনের অভিন্নতা সম্পর্কে সম্পর্কিত
কোন এক অসীম শূন্যের ছায়াহীন অভিযাত্রী
অগ্নিভ আঁধারে যাকে ঘিরে আছে
সৃষ্টির আবহমান অপার বিস্ময় …।