আবছা আলোয় আবডাল খুঁজি,
ঝাঁ চকচকে ভালোবাসার কালো আস্তরণে ,
দীপান্বিতায় ভীড় করে শুধুই ঝুপ অন্ধকার,
নিজের খেয়ালেই খেলেছে এতদিন আমাকে নিয়ে –
তোমার পেলব হাতের স্পর্শে নয়,
আমার পিঠে কেবলই দেয়ালের কংক্রিট চুম্বন।
বহমানতায় হারানো মন তবু খোঁজে,
আম্রকুঞ্জে পাশাপাশি বসে থাকার অনুভব,
আমার সকাল বেলার সুর বাজে
তালভঙ্গ অসীম বেদনায়……..
করুন স্বরে বেজে চলে বাঁশি।
তোমার রামধনু আকাশে
চাইনি আমি ঝড় হতে
একমনে নিজেকে গুছিয়েছি অলক্ষে অন্তরালে……