কবে আর ঘন হবো ঘনিষ্ঠ জীবন !
এইটুকু আলগা আলাপ নিয়ে শেষ যানে যাবো !
এ কেমন অলস অক্ষমতা
শুয়ে আছে কর্মঠ শিরার ভিতর !
স্মৃতির শ্বাসেরা যেন ছায়া ছায়া পলকা বাতাস ।
জমাট জয়ের জলে ভেসে যায় চাঁদ ।
কী পেলে পূর্ণ প্রসন্ন হবে আমাদের বিষন্ন আয়ু ?
পৃথিবীর সব চাওয়া বাসি হবে একদিন ।
চিরদিন চনমনে চেটে খাবো
চিনচিনে আপোষের আফশোষ স্বাদ ।
অপরূপ পরমাদপুরে অসফল পুষে যাবো
অস্ফুট নীলকন্ঠ -সাধ ।