রক্তের সম্বন্ধ আজ ফস্কা গেরো
বজ্র আঁটুনিতে দেয়না ধরা।
নেই যেথায় কর্তব্যের হাই
অনাহুত সম্বন্ধনের দোহাই।
পড়লে কম ভাগে
দায়িত্ব আশু ত্যাগে।
পৃষ্ঠপোষকতা বালাই শেষ
শবদাহ পরিণতি, বিভূতি অবশেষ।
দেখিনি যারে নয়ন মেলে
কথার টানে হিয়া ভরে।
ভূপৃষ্ঠের অপর পাড়ে
অভয়দানে দৃঢ়তা বাড়ে।
মায়ের মতো যতন করে
আঁচল দিয়ে ছায়া ধরে।
রামের মতো, অভয় দানে
ভরত-লক্ষণ বক্ষে টানে।
রক্ত আজ নীর হতে তরল
কালকূট ন্যায় তিক্ত গরল।
সম্বন্ধনের টুঁটি চেপে ধরে
স্বার্থের বেসাতি পরে।
স্বজন পেক্ষা, পর অনেক ভালো
মেকি ভালবাসা, মুখোশ কালো।
মারুত যেথা বনানী পানে ধায়
দুখিজন জাগে, সুদিনের আশায়।