মনের ভিতরে হাত ঢোকান
উপরের পাথরের পর্দা সরিয়ে
চোখ মেলুন
হ্যাঁ
এই রঙধনু ঝর্ণা
আপনারই
হাত বের করে এনে
আয়না ধরলেই
দেখবেন সবুজ রক্তের উৎসব
শুকিয়ে যাওয়া শব্দ গুলো
পাঁপড়ি মেলে
পলাশ শিমুল
হ্যাঁ এ বসন্ত আপনার
বুক বামে হাত রেখে বলুন
আমি প্রেমিক
অসুখ নদী আত্মহত্যা করলেই
পৃথিবী প্রেমিকা রূপে
সামনে দাঁড়াবে