স্বেচ্ছা সমর্পণের প্রহরে প্রহরে ঘন্টা ধ্বনি হলে
তুমি বনেদি বধির হয়ে যেতে !
তাই বোধহয় মধ্যমণির দ্রিম দ্রিম অন্ত্য মিল
কখনও বাইরে আসে না ।
ভুলে যাও প্রান্তিক ভক্তের নিত্য আরতি ।
ক্রমাগত ক্ষয়ে যাওয়া দৃষ্টির স্মৃতি
আবারও সবুজ হবে
যদি তুমি পরায়ণ পিছনে তাকাও ।
অভিজ্ঞ ঘোড়াবানের উথালি পাথালি ঢেউ
স্থিতধী করেছে আমার ন্যায় সংগত নাড়ি ধুকপুক ।
এই তো আমার অনুভূতির অগুরু শেকড়
আজও যেতে রাজি আগামীর রসের সন্ধানে ।
শুধু তুমি শতাংশ সহযোগী হলে
পেতে পারি আনন্দ সোপান ,
সুখ নয় শান্তি নয় অঙ্কুর সম্মান ।