উর্বশী কল্পনার সুতীব্র চুম্বনে
প্রসুপ্ত প্রস্তরেও কবিতার শেকড় গজায় !
শব্দ- ফুল ফুটে ওঠে অক্ষয় অক্ষর- অঙ্কুরে ।
দলে দলে মৌমাছি মেঘে মেঘে ঝলোমল
যুগে যুগে টলোমল কাব্যিক বেনু ।
মধু স্বাদ বয়ে বয়ে বিরহী বাতাস পায়
পথিকের ছায়া ভেজা মৌসুমী মন ।
কবিতার প্রতিটি পাতায় ভাসে
নির্দোষ পবিত্র অহল্যার মুখ ।
আনন্দ নেমে আসে বহমান বর্ণ- বাগানে ।