আনন্দধারা বহিছে ভুবনে আকাশে বাতাসে ,
শরতের আমেজে মায়ের আসা ইঙ্গিতে আভাসে।
থেমে গেছে শ্রাবণধারা, রিমঝিম মেখলা,
আকাশ নিয়েছে দখল সাদা মেঘের ভেলা।
পেঁজা তুলোর মতো মেঘ নীলাকাশে,
সজল কান্না ধুয়েছে শরতের সকাশে ।
ঘাসের ডগায় ডগায় সোহাগী শিশির কণা,
হিমেল হাওয়ায় প্রকৃতি আজ মুক্তমনা।
শিউলির সৌরভে আচ্ছন্ন শরতের সকাল,
নবারুণের স্নিগ্ধ আলোয় মন উত্তাল।
কাশফুলের দোলায় ভাসে আগমনীর সুর,
ঢাকের শব্দতরঙ্গে মুখরিত দূর বহুদূর।
প্রকৃতির অপরূপ রূপের অপরূপ বাহার,
দুঃখজরা অপুষ্টি অনটনে মুক্তি হবে সবার।
আগমনী মা আমার আদ্যাশক্তি মহামায়া,
চিন্ময়ী রূপে ত্রিভূবনে মমতার মায়া।
শঙ্খনাদে আরতিতে আগমনীর হোক আবাহন,
অশুভ শক্তির বিনাশে আগমনীর আগমন।