মনমাঝে শুধু কৃপণতা উদারতা নাহি হায়
মনুষ্যত্ব লুক্কায়িত বিবেকের পিছু ধায় ।
মৃত্যু ঘটেছে বিবেকটারও মন আজ বড় একা
তবুও এ মন হয়নি উদার সততায় খায় ছ্যাঁকা ।
উদভ্রান্ত পাশবিকতা সহ্যশক্তি নাই
স্বার্থপরতা হৃদয় জুড়ে ভালোবাসা পুড়ে ছাই ।
অসহায় প্রাণী একলা মানব মায়া দয়া টুকু আশ
সেটুকুও নেই বর্বরতায় চরম সর্বনাশ !
উষ্মা প্রকাশই আধুনিকতা তুচ্ছ কারণে খুন
টাকার গোলাম আইন কানুন নেতাদের গুণাগুণ ।
চপেটাঘাতে বৃদ্ধ মরে , লালসায় মরে রোগী
অধুনা মানুষ বড্ড হিংস্র স্বেচ্ছাচারেই ভোগী !
আদিনাথ তাই নিক্তি হাতে নীরব বিচারে ব্যস্ত
ঈর্ষা মনের প্রেমহীনতায় প্রতিবাদীরা ত্রস্ত ।
হায় রে মানুষ ! বিলিয়ে দে না এতটুকু ভালোবাসা
একবার বাঁচ , বাঁচার মতো মিটিয়ে মনের আশা ।