কতটা পথ হেঁটে এসেছি
এখনো কতটা রোদ
মাপিনি কিছুই
তোমাকে খুঁজে এনেছি
আমার ঘাম ঝরানো আকাশ থেকে
এরপর কাঁকড় বেছে বেছে
মসৃণ মাটি…
মূর্তি তৈরী হলে
শাড়ির ভাঁজে ভাঁজে রেখেছি
ক্ষুধা তৃষ্ণা
তাইতো অভ্রের স্রোত
ধৈর্যের তুলি টেনে
গোলাপি আভার জন্ম দিয়েছি
ঠোঁটের কোণে হাসি ফোটাতে গিয়ে
কত অযুত রাতের ঘুম বন্ধক রেখেছি
এখন
তোমার ঘ্রাণ নিতে নিতে
মৃত শিরা সবুজ হবে
জীবনের সব বসন্ত
রঙ-সুখে কাটবে