কাশ হেসে কয় আয়রে উমা
ঝালর বিছায় দেবো,
শনের বুড়ি মাথায় নিয়ে
আদর কেড়ে নেবো।
রোদের আলো পড়ে কাশে
রজত প্রভা দ্যুতি,
শ্বেত কমলা শিউলি বলে
কোথায় হলো চ্যুতি।
মাঠের পরে মাঠটি জুড়ে
বসে কাশের মেলা,
আগমনীর সুরে বাজলো
বাতাস করে খেলা।
অপু দুর্গা আজও ছোটে
কাশ ফুলেরই বনে,
উমার সাজে দুর্গার সাজে
থাকে কাশের সনে।