মা মরা সেই কন্যাটিকে
বাসে না ভালো কেহ,
ঘরের কোণে লুকিয়ে থাকে
পায় না কারো স্নেহ।
বিমাতা এলো নতুন বধূ
সতীন মেয়ে জ্বালা,
পরের মেয়ে মলিন রঙে
বললো তেড়ে পালা।
আদর নেই স্বভাবে তার
কথায় ধরে খোঁটা,
কিল চাপড় পিঠের পরে
সময়ে দেয় গোটা।
কাজের মেয়ে সংসারেতে
তবু শান্তি নেই,
ভালোবাসার কাঙাল সে যে
ভাবে কেমনে পাই।
বাবার কথা চুপটি থাকো
ভালোই হবে শেষে,
বিয়েতে সোনা দিলো যখন
আদর এসে মেশে।
নাকের জলে চোখের জলে
বিদায় করে তারে,
মায়ের গলা জড়িয়ে মেয়ে
নিজেই শেষে হারে।