কেউ এসেছিল,কেউ তো এসেছিলই
এসেছিল নিঃশব্দে নীরবে চুপি চুপি
অথচ ছিলনা কেউই অপেক্ষায় তার
ছিলনা ডেকে নেবারও কেউ একান্ত আন্তরিক…
তবুও চারপাশে তার সেই আসার কথা
হাওয়ায় ভেসেছে, উড়েছে,ঝরেও পড়েছে
একা একাই নিভৃতে কুন্ঠিত হৃদয়ে
দীর্ঘদিন দীর্ঘ অপেক্ষার পর যদি
আবারও কেউ কখনও আসে চুপিচুপি
কিম্বা পিছু ডেকে ভেঙে দেয় অদশ্য আড়াল
পথে পথে হাওয়ায় হাওয়ায় তখন তার
সেই চলে আসার এই প্রবণতার সাথে
ভালোলাগা ও মন্দলাগা বোধ
বোধের সাথে প্রচন্ড কৌতুহল আর
এই কৌতুহলের সাথে গভীর এমন এক
মায়া অসম্ভব জড়িয়ে যায় যে এভাবেই হয়তো
একদিন সত্যিই মনের মানুষ কেউ
দাঁড়াবে এসে আমার মুখোমুখি
যাকে আমি চিনি,যার চলা বলা,মনের কথা
ও চোখের ভাষা আমার সবই জানা ।