তারপর
এই ধূলোর আস্তরণ সরাতে সরাতে
কখন যেন দৌড়ের সমাপ্তি ঘটে
অথচ
হীরে আলো খোঁজা হয়না বলেই
এতো অনিয়মের আশ্রম
কিছু মন্ত্র জপেই খুশি হয় নদী
লাল হলুদ সুতোয় মেতে থাকে
যুগের পিঁপড়েগুলো
ভালোবাসার সময় কই?
আছে পোড়া আর পোড়ানো
নাগরদোলার দিকে না তাকালেও
এগিয়ে যায় হাসি থেকে কান্না অবধি
অজস্র পাথর তবু জেগে