মন যখন স্পর্শকাতর হয়ে ওঠে
তখন আর দরকার হয় না কোন কথা বলা,
তার আগে যত কথার কারিগরি
ভালবাসাকে চটকে তিতো করে ফেলা।
তোমার ইচ্ছে যখন আমার ইচ্ছে হয়ে ওঠে
তখন আর কোন আলাদা ইচ্ছে অনিচ্ছাই
থাকে না আমার,
হচ্ছে তো দেখছি তাই,তোমার মুখের কথাই
এখন আমার প্রাণের কথা
তোমার খুশিই আমার খুশি হয়ে গেছে,
তোমার কষ্ট আমার কষ্ট
তোমার আনন্দে আত্মহারা হই আমি,
এরই নাম ভালবাসা বুঝি?
জানি না বুঝি না কিছু, মনে প্রাণে আত্মহারা হই।