উত্তরোত্তর শ্রীবৃদ্ধির প্রকোপে ফুলে-ফেঁপে
কতটা পথ পাড়ি দিতে প্রস্তুত?
এতটা সমৃদ্ধি নিয়ে অনেকটা দূর এসেও
কেন কেন এত দিগভ্রান্ত?
থরথর কাঁপুনির আগ্ৰাসনে
চারপাশে যেন এগিয়ে আসে
দানবের কালো হাত!
সেখানে বিবেচ্য নয় কারোর জাতপাত।
তবুও ঘোমটার নিচে খেমটার উদ্ধত আচরণটা
দৃষ্টিতে ছিল অলক্ষ্য!
স্থিরতার প্রশয়ে করজোড়ে সুস্থতার বরাভয়ের
আগ্ৰহে মানুষটা এখন বড়ই সজাগ-
সামনের আলোকজ্জ্বল পথটা যেন দু হাত মেলে
ডাকছে, ‘আয় !আয় ! আয়!’
এবার তবে অগ্ৰসরের তোড়জোড়ে
শুরু হোক আবার উজ্জ্বলতার সঞ্চালন।
মানুষটা আবার আবার মানুষের মতন
খুঁজে পাবে তার নিজস্বতা,
তার নিজস্ব নির্ভরতা।