মেঘলা আকাশে চাঁদ কে খুঁজি
মেঘের চাদরে লুকিয়ে মুখ, হাসে চাঁদ।
আমি ভীষণ খুশিতে চোখ বুজি।।
আনন্দধারা বইবে ভুবন আলো করে
ভয় নাই,ওগো ভয় নাই—
এ’বিশ্ব স্বাভাবিক ছন্দে ফিরবেই
অন্তরে আস্হা, কোনো সন্দেহ নাই।
জীবন চলবে ঠিক , জীবনের হারানো গতিতে
সুস্থ হবেই পৃথিবী, মানুষ চললে স্হির মতিতে!(?)
অনন্ত জিঞ্জাসা জানি না কার তরে রাখি–
আত্মবিশ্বাস রয়েছে হৃদয়ে,তাই স্বপ্ন দেখি।
জগৎ মাঝারে সেই সত্যই একমাত্র ভরষা
মানুষ দাঁড়াবে আর্ত মানুষের পাশে—
প্রকৃতি সাজবে আনন্দে,রাখি এই আশা।।