মনটা পাগল বড় সন্দেহ
ঘুরে ফেরে একা, একা
পীড়িত মন যে বড় দুরহ
ধরায় ভীষণ দেহে জ্বালা।
মায়ার বেঁধা এ প্রাণপাখি
ছিঁড়তে চায় সে শুধু জাল
উড়তে চায় উচ্চ গগনে –
বাধ সাধে ধর্মের মহাকাল।
জীবন যৌবন ক্ষণস্থায়ী
তাতেই অতীব আকর্ষণ
মুক্তি পেতে ছাড়তেই হবে
ত্যাগে কেন বৃথা লমোহর্ষণ?
মানবজমিন পড়ে রয় ভূমে
কবে হবে হায় সঠিক কর্ষণ?
ফেলে রেখে তো বেলা গেল
গোধূলির আলোয় মোহ দর্শন।
কর্ম, জ্ঞান আর ভক্তিমার্গ
সার-ই ” যত মত তত পথ “
কোন পথে মন নিকেতনে
মন খোঁজে শুধু মুক্তির রথ ।