গণতন্ত্র আজ যেন অতি তামসিক
ক্ষমতাসীনের পদে অবনত হায়
পদাধিকারীর সাথে দাপিয়ে বেড়ায়
তুঘলকি রীতিনীতি দেখি যে ম্যাজিক।
আমি শ্রেষ্ঠ সদা ভাব দম্ভ অত্যধিক
অবৈধ কাজেতে কভু লজ্জা নাহি পায়
নিজ ইচ্ছামত সদা কাজ করে যায়
আত্ম স্বার্থসিদ্ধি তরে মোহ শতোধিক।
অলিতে গলিতে চেলা লুটেপাট করে
প্রতিবাদ কর যদি চমকায় ধরে।
বাক স্বাধীনতা আজ বুঝি আত্মঘাতী
সচকিত জনগণ পুষে রাখে ক্ষত
তঞ্চকতা সবেতেই লোভে সদা মাতি
আশার উড়ানে ভাসে স্বপ্ন নিয়ে শত।