কারও কারও মুখের সাথে পারা যায়না
একথা যাদের ক্ষেত্রে খাটে
তাদের কারও কারও চোখে থাকে
চিতল হরিণ চোখের মতো দুই চোখ
আমি সেই চিতল হরিণের বনে ঢুকে
আতিপাতি করে তার চুপিসার খুঁজি
আমার কৌতুহল ঘিরে সমানে টিকটিকিরা ডেকে যায়
ভুলে যাওয়া কোনও নামের মতো
এবং তন্ন তন্ন করে তবে থামে
ফিরে তাকাতেই শ্বাস রুদ্ধ হয়ে আসে
চুপিসারের হরিণেরা বাঘেদের তাড়া খাচ্ছে দেখে
মনে মনে আমি একটা অদ্ভুত মৃত্যূ মুহূর্ত এঁকে রাখি
আর জীবনের অর্থান্তর যাপন করি
তারপর পারঘাটায় গিয়ে নদী পারের কথা
ভাবতে ভাবতে নিবিড় নিঃসঙ্গতা যাপন করি
তারপর নিজেকে ভুলে যাবার আগে
সবাইকে ভুলে যাবার আগে
এবং সব কিছু ভুলে যাবার আগে
কার মুখ চোখের মায়া কেমন ছিল না ছিল
একে একে ভুলে যাওয়া
তারপর শুধুই অনন্ত আড়াল ।