তোমার কি এখনও মনে হয়
বিশ্বাস হয়
নিজের ইচ্ছায় সব ভুল ভেবেছি ?
আমার কথায় যদিও আদি অন্ত নেই কোথাও
তোমার ভেতরেও তোমাকে তাড়া করেনি
আমার কোনও অতীত স্মৃতি
কিম্বা একাকিত্বের বিষাদ শূনতা
তবুও যে তুমি মনে রেখেছ আমাকে
বুঝেছি,ঠোঁটে ধরে রেখেছ আমার ডাক নাম
সব নামই একাকার হয়ে যায় জানি যদ্দুর
নামের সে ডাক যখন জাগায় হৃদয়পুর
আর কোনও নাম নয়
নামহীন আমাকেই শুধু দিতে চাই তোমাকে
আমার রক্ত ঝরানোর সেই আবেগপ্রবণ মুহূর্তটুকু তবে
তুলে নাও তুমি দু’হাতের মুঠোয়
কোনও নামে নয় আর
নামে কি আসে যায়
মান নিয়ে যেতে চাই তোমার কাছে
আমি আরও নিবিড় হতে চাই
আবাসে ,পরবাসে,স্বপ্নের সহবাসে
এভাবেই ভেঙে দিতে চাই একে একে
তোমার আমার সমস্ত আড়াল ।