ওরে ভজা, চল চ’লে যাই
আজব মজার দেশে,
যেখানে সব হিংসে ভুলে
বন্ধুর মতো মেশে।
ধনী- গরিব নাই রে সেথা
সব মানুষ-ই সমান,
ভালোবাসা সবার মনে
সুখ যে পাহাড়-প্রমাণ।
সেথায় সদাই সুর লহরী
ছড়ায় পাখির গানে,
একতার-ই বাঁধন গড়ে
সবার প্রাণে প্রাণে।
সবাই থাকে প্রীতির সাথে
জাত, ধর্ম সব দ’লে,
চলনা রে ভাই আমরা সবাই
একসাথে যাই চলে।