আফিং খেয়ে নগেন খুড়ো
দীপাবলির রাতে,
ভূতের সাথে বলতে কথা
আজব নেশায় মাতে।
টলতে টলতে নেশার ঘোরে
রাস্তা দিয়ে চলে,
ভূতের বাপের শ্রাদ্ধে যাচ্ছি
জোর চেঁচিয়ে বলে।
রাস্তা মাঝে বটের গাছে
মামদো ভূতের বাসা,
মামদো বলে, এ কোন্ ব্যাটা
খাদ্য ভালোই খাসা।
সরসরিয়ে নেমে বলে
এটাই শ্রাদ্ধ বাড়ি,
এসো তোমায় দেবো খেতে
হাঁড়ি হাঁড়ি তাড়ি।
এইনা বলে বিকট চোখে
তাকায় খুড়োর পানে,
রক্তচক্ষু দেখেই খুড়ো হয়
বেহুঁশ রাস্তার মধ্যিখানে।
খুড়োর বেহুঁশ দশা দেখে শুরু
হুলুস থুলুস গন্ডগোল,
মরেছে ভেবে কাঁধে নিয়ে সবে
বলে, মরার আগে হরিবোল।