যে লোকগুলো কিছুই করে না–
সে লোকগুলো অনেক কিছুই করে ফেলছে
যে লোকগুলিকে মনে হচ্ছে অনেক কিছুই করছে আদতের সেই লোকগুলি কিছুই করছে না।
লোকে যাকে বোকা বলছে সে কিন্তু চালাকের মতো চলছে
লোকে যাকে চালাক বলছে সে আদতে বোকা বনছে
চালাক বোকার মাঝামাঝি দাঁড়িয়ে কোন চতুর পথিক পথ চলছে
কিছু করা আর না করার মাঝেও কোনো ভাগ্য পরীক্ষা চলছে।
হিসেবের কাছে কিছু বেহিসেবী সংখ্যা আছে
সংখায় সংখ্যায় টক্কর লেগে এখনো কিছু সংখ্যা বাঁচে
অপমৃত্যু আর আমৃত্যু মিশে আছে একসাথে
সরল পথিক তাই মরে কেবল অপঘাতে।
কিছু মানুষ অনেক কিছু করেও ভালো নেই
কিছু মানুষ কিছুই না করেও ভালোই আছে
কখন যে কি হবে ?কার কপালে কি লেখা আছে?
কিছুই যায় না বোঝা,কিছুই যায় না জানা
পৃথিবীটা যেন এক আজব খানা।