আজব আয়নামহল মণি গভীরে
সেথা সদা বিরাজে সাঁইজি মেরে ।।
পূর্বদিকে রত্নবেদী
তার উপরে খেলছে জ্যোতি
তারে যে দেখেছে ভাগ্যবতী
সেজন সচেতন সব খবরে ।।
জলের ভিতর শুকনা জমিন
আঠারো মুক্কামে তাই ক্বায়িম
নিঃশব্দে শব্দের উদগামি
সে মুক্কামের খবর জানগে যারে ।।
মণিপুরে মনোহারি নল
ত্রিবীণে আছে বাঁকা কল
ফকির লালন কয় আঁশে বন্দি জল
কেউ বুঝে কেউ পড়ে ফেরে ।।