আজ সকালে সড়াৎ করে
পড়েছি ধপাস জোরে
ওরে বাবা পড়বি তো পড়
কোমর, হাঁটু ব্যথা কড়কড়
পড়শীরা সব আসে কাছে
বলি,ছুয়োনা ,পূজো আছে
ফুল পাড়তে পূজোর জন্যে
এবাড়ি– ও বাড়ি দিলাম ধন্যে
হায়রে হায়! ব্যথায় মরি
বলদিকিনি কি যে করি!
সয়ে নিয়ে পূজো দিলাম
তারপরেতে শয্যা নিলাম।
কপালের গেরো যাবে কোথা?
লিখবো যে হাতে অসার ব্যথা
ভালো কাজেও এতো ব্যাঘাত!
চোখে জল,মাথায় হাত
ওরে,আমার সাধের ফেসবুক
সকাল থেকে দেখিনি তোর মুখ
কতো কথা কিলবিলিয়ে
উঠছে মনে তড়বড়িয়ে
গ্রুপে আছে ভাইবোনেরা
কিছুই তো জানেনা তারা
তাইতো,শুয়ে লিখে যাই
বুকভরা দুঃখ কথা ভাই।