চিরসবুজ ধরা কাঁদে
দেখি ধু ধু প্রান্তর রেখা
পুকুর বুজে অট্টালিকা
রাগী তপন দেবের দেখা।
বিজ্ঞান বলে এগোয় মানুষ
ওই বিষাক্ত বাতাস ভাসে,
বরফ গলে জল হয়েছে
বিশ্ববাসী তাইতো ত্রাসে।
সূর্য পানে চেয়ে বলো
ক্ষমা করো ক্ষমা করো
মানুষের ভুল প্রতিশোধ তাই
বলছ হেঁকে সবাই মরো!
গরম তাপে বেগুন পোড়া
জ্বলছি দেখো রবি মামা,
পেকে যাচ্ছে কাঁঠাল ও আম
ভরছি শুধু ধামা ধামা।
দাবদাহে বিহঙ্গদের
অঙ্গ দেখো পুড়ছে জ্বলে,
পুকুরের জল ফুটছে যেন
পিচের রাস্তা যাচ্ছে গলে।
জলের কষ্টে প্রাণীকূলে
হাহাকার যে দেখো লাগে
করুণ সুরে আর্তি জানায়
বৃষ্টির যেন টনক জাগে।
চাষী ভাইদের চাষাবাদে
হচ্ছে গুরুতর ক্ষতি,
জলাভাবে হচ্ছে না চাষ
ভ্রষ্ট হচ্ছে চাষীর মতি।
জলের জন্য গাছপালারা
শুকনো হয়ে কেবল মরে
খাবারের জল পাচ্ছি না তো
কষ্ট যেন প্রতি ঘরে।
রবিমামা সূর্য ঠাকুর
ক্ষমা করো ক্ষমা করো
বৃষ্টি নামুক ধরার বুকে
স্বচ্ছ শীতল মহী গড়ো।
অগ্নিবাণে দগ্ধ হয়ে
আবছা আবছা যেন দৃষ্টি
শীঘ্রই তুমি মর্তলোকে
পাঠাও কিছু বৃষ্টি।