মন্দিরে ঘন্টা বাজে, স্তোত্র মন্ত্রে আহ্বান করছে মা’কে
লুটিয়ে পড়ে থাকা মাথাগুলো মাতৃভক্তির এক চরম নিদর্শন
রাজা মহারাজার থেকে রাস্তার কানাই অব্দি, আর্জির লম্বা ফর্দ নিয়ে মা’র সামনে হাজির
ঠিক ঠিক মনে করে মা’এর কাছে গোপনে চাইতে হবে একটাও যাতে বাদ না পড়ে
মা অবশ্য কতটা কার ইচ্ছে পুরণ করবেন তা মা’ই জানেন!
আমারও ইচ্ছে হলো এবার দুগ্গা মা’এর কাছে কিছু আর্জি রাখবো….
মা গো আমার ঘরে দুর্গা এল ঘোর অমাবস্যায়
তাই আমার দুর্গারা কাঁদে!
সম্ভ্রম আজ রাস্তায় লুটায় হায়নারা টেনে ছিঁড়ে খায়
ঠিক তখনি রক্তাক্ত কাপড়ে রক্তাম্বরী সাজবার শক্তি দিও
চিতার কাঠে ঝলসে উঠুক প্রতিশোধের আগুন, অসুর দমন সম্ভব
বগলা মুখী রূপ ধরুক আজ নারী
দশ হাতের বলে সেজে উঠুক আজকের নারী।
ঘরে ঘরে দুর্গা এলে বাজাবি শাঁখ বাজাবি ঢোল পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি কর মা’কে
অগ্নিহোত্রী জেগে উঠুক নবসাজে ।