মনে রাখবে না কেউ
ভুলে যাবে সবাই;
সত্যি করে ভাববে না কেউ
ভুল বুঝবে সবাই;
জীবনের খাতা হতে শ্মশানের চিতা
তারপর পাতার পর পাতা;
অযথা খাতার পর খাতা লেখা হয়েছিল উপন্যাস
লেখা হয়েছিল কত কবিতা;
আমাকে নিয়ে কেউ দীর্ঘশ্বাস ফেলবে না।।
আমি মরে গেলেও
আমি চলে গেলেও
স্বার্থ ছাড়া আমার নাম কেউ বলবে না।।
তখনও আলো জ্বলবে পৃথিবীতে
তখনও অন্ধকার ঘনিয়ে আসবে কোথাও
লড়াই হবে কোথাও কোথাও আগুন ও সলতে।