অগ্নিপথ নিয়ে অগ্নিগর্ভ দেশের নানা প্রান্ত,
ঠাণ্ডাঘরে বসে দেখুন রাজা কেমন নীরব শান্ত!
রাজ্যে রাজ্যে খণ্ডযুদ্ধ, পুড়ছে ট্রেন – বাস,
বেকারদের নিয়ে চলছে চরম পরিহাস!
চার বছর শেষে পাবে এককালীন কিছু লাখ,
যেমনটা কালো টাকার পনেরো লক্ষ ভাগ!
বেকার থেকে চার বছর পর ফের বেকার,
ভুলে যাও করার কথা সাধের সংসার!
ভাবতে পারবে না নিজেদের মহান সৈনিক,
সদাই হবে মনে আসলে তুমি চুক্তিবদ্ধ শ্রমিক!
প্রকল্পের গোড়ায় গলদ যদি না থাকতো,
এই ক’দিনেই কী দু-দু’ বার নিয়ম বদল হতো!
ঠ্যালায় পড়ে নিত্যনতুন গালভরা প্রতিশ্রুতি,
ভেবে দেখো আগেরগুলোর কী হয়েছে গতি!
প্রতিশ্রুতি নয় গো মোটেও পণ্য বিক্রির অফার,
চাকরির বিগ বাজারে চলছে ” সেল বাম্পার “!
মন্ত্রী – সান্ত্রী সব নেমে এসেছে পণ্য বিপননে,
নিজের দায়িত্ব ভুলে তারা ‘ সেলস প্রমোশনে’!
দেশসেবকদের জন্য নেই কেবল টাকা,
রাজবিলাসিতায় দেশের কোষাগার ফাঁকা!