স্বপ্নের চেনা পথ ধরে হাঁটতে গিয়ে দেখি,
আজ সবটাই অচেনা হয়ে গেছে।
একসময়,যে পথটাকে মনে করেছিলাম সব আমার নখদর্পণে!
আজ সেখানে প্রতি পদক্ষেপে হোঁচট খাচ্ছি ,
রক্তাক্ত হচ্ছে হৃদয়ের অলি গলি।
মনে হচ্ছে যেন কখনোই আসা হয়নি আমার এই পথে।
অথচ কত চেনা,কত আপন ছিল এই পথ।
স্মৃতি গুলো সব ঘুম না আসা চোখে ভেসে বেড়ায়।
কিছুতেই আটকাতে পারি না ।
স্বপ্নেরা হারিয়ে গেছে কবে কোন চোরা স্রোত বেয়ে
মিলিয়ে গেছে কোনো অজানা অতল গহ্বরে।
জানি , বৃথা খুঁজে মরা।
তাই ফিরে যাওয়ার পথ খুঁজে নিতে এগিয়ে চলেছি সমুখ পানে।
আর পিছনের পথ না
সমুখে শুধু আগামীর পথ ।