অণুপরিবারে আজ ধরেছে ঘূণ পোকা
শিখছে শিশু ঠকবাজি আর ধোঁকা,
শিশু মনেই থাকে উন্নতির সম্ভাবনা
অণুকুল সুস্থ পরিবেশ করি কামনা।
শিশুদের মনে মাঠ হারিয়ে গেছে
সেখানে অট্টালিকা আকাশ ছুঁয়েছে,
শিশুদের পিঠে কেবল ভারী বোঝা
তাদের বিবেক বোধ মিথ্যে খোঁজা।
শিশুদের সঠিক পরিচর্চার বড় দরকার
তবুও দুর্ভাগ্য শিশু আজও হয় পাচার,
দেশ জাতিকে এগিয়ে আঁধার হবে পার
শিশুরা আজ আগামীদিনের কর্ণধার।
তাই শিশুদের কেবল স্নেহ ভালবাসা নয়
গড়ে তুলতে হবে তাদের যথাযথ শিক্ষায়
শিশুদের নিয়ে ছিল নেহেরুর ভাবনা
দিতে চিকিৎসা আই এম এস-এর সূচনা
জন্মেছিলেন ১৪ নভেম্বর চাচা নেহেরু
তার অবদান স্মরণেই শিশু দিবস শুরু
শপথ হয় শিশুরা পাবে তার অধিকার
পায় না যেন এদিনে চকোলেট উপহার।