আরও একটু দেখতে চেয়েছিলাম,
এ দেখায় তৃপ্তি কোথায়।
সময় টা যদি কিছুক্ষণের জন্য থেমে যেত
যদি আরও বেশি সময় ধরে তোমাকে দুচোখ ভরে দেখতে পেতাম
একটাও কথা বলা হলো না,
যদি তোমার পাশে বসে, তোমার সঙ্গে অনেক অনেক কথা বলতে পেতাম
তোমার অনুভূতি গুলোকে ছুঁতে চেয়েছিলাম
যদি তোমার আমার অনুভূতি গুলো এক সুতোয় গাঁথতে পারতাম
সময় বড়ই নিষ্ঠুর
সময়ের নিয়মে বন্দি জীবন
বার বার সময়ের নিষ্ঠুর পরিহাসের স্বীকার হতে হয় আমাদের
তবু বার বার সময়কেই ভরসা করতে হবে।
সীমিত সময়ে দেখা,
সীমিত সময়ে অনুভূতি গুলোর চাওয়া পাওয়া নিয়ে
এক সুতোয় বেঁধে রাখবো ।
আগামীর অপেক্ষায়।