শুধুই কি নিয়মরক্ষা?
নিয়মেরও কত ফাঁক-ফোঁকরের চোখ রাঙানি
কি আমাদের গ্ৰাহ্যে তোলে না অনুরণন!
আরো আরো ভেতরে শামুকের মতন
গুটিয়ে কাটে কত শত বছর!
তবুও সজোরে মনোবলের বিপুল আস্বাদনে
চেটেপুটে খায় ধীর স্থির মননশীলতা,
এগোই আমরা সুঠাম পদক্ষেপে
অজানা অচেনা ভবিষ্যতের এক চাতালে,
সেখানে এক উজ্জ্বল আলোক অপেক্ষায়
আমাদের আপ্যায়নে।