নিশ্চুপ পৃথিবী নিস্তব্ধ চরাচর
রাত এখন গভীর –
বালিশে মাথা, বিছানায় শরীর
হিজিবিজি চিন্তার জট।
আগামীকালের চিন্তায় মগ্ন
বিনিদ্র রজনীর ক্লান্তি,
যান্ত্রিক পৃথিবী দিল না বাঁচতে,
বাঁচার মতো করে।
ভিক্ষাবৃত্তি করে জীবন আর চলেনা
ছিনিয়ে নিতে চায়;
এক আকাশ স্বপ্ন- বুকে নিয়ে
এগিয়ে যেতে চায়,
স্বপ্ন ভেঙে দিতে আছে, হিংস্র শ্বাপদের দল
যারা টানে পিছন পানে,
তবুও নতুন দিনের সকাল-
আশায় বুক বাঁধতে মন চায়;
আশা আর স্বপ্নের দোলাচলে
জীবন নাগরদোলায়।
তবুও মন যা চায়
কেড়ে নিতে উদ্যতপ্রায়।।