চক্ষুদানে মৃণ্ময়ী মূর্তি লয় চিন্ময়ী রূপ
শরৎকালে গাছের তলায় শিউলি পড়ে টুপটুপ।
কাশবনে ঘুরে বেড়ায় অপু দুর্গার দল
শরতের পেঁজা মেঘে রোদ করে ঝলমল।
পটুয়ারা সবাই ব্যস্ত মূর্তি গড়ার কাজে
মা সাজবে তারপর নানান ডাকের সাজে।
চক্ষুদানে মৃণ্ময়ী মূর্তি লয় চিন্ময়ী রূপ
শরৎকালে গাছের তলায় শিউলি পড়ে টুপটুপ।
কাশবনে ঘুরে বেড়ায় অপু দুর্গার দল
শরতের পেঁজা মেঘে রোদ করে ঝলমল।
পটুয়ারা সবাই ব্যস্ত মূর্তি গড়ার কাজে
মা সাজবে তারপর নানান ডাকের সাজে।