স্নিগ্ধতার কাশফুল বেয়ে নামে শরৎ
পৃথিবী জুড়ে ঝরতে থাকে আগমনী গান
স্নেহের আকাশে দোলা লাগে স্বপ্ন
একটি একটি শিউলি ঝরা সন্ধ্যেয়
ত্রিনয়নীর আগমনের রিনিঝিনি
জ্বলতে থাকে হাজার তারার আলো
একশো আট প্রদীপের শিখায় উজ্জ্বল হয়
চিন্ময়ী মায়ের মুখ
শুধু প্রদীপের নিচের আঁধারটুকু
ক্ষীণ হয়ে ফিরিয়ে দেয়
শতেক আলোর আলেয়া ঘেরা
অনেক তারার বিদেহী স্রোত