আশ্বিন এলে মনটা হাসে
আগমনীর বাজে সুর,
শিউলি কাশে বার্তা ভাসে
দুর্গাপূজা নেই যে দূর।
শরত হাওয়া বলছে হেসে
ঘোটক চড়ে আসছে মা,
তুলির টানে কুমোর পাড়া
উঠছে মেতে দেখে যা।
কদম কেয়া শেফালি ফুল
থরে থরে ফুটছে ওই,
শাপলা শালুক দল মেলেছে
সুবাস ছড়ায় বাগে জুঁই।
ঢাকের তালে মনটা নাচে
কাশের চামর দেখবি চল্,
দুর্গাপূজোর মতন খুশি
কোন্ পুজোতে আছে বল?
বাঙালির যে সেরা পূজো
প্রবাসীজন ফিরে ঘর,
মায়ের পূজোর খুশি পেতে
অপেক্ষা রয় বছর ভর।